ঢাকা, মঙ্গলবার   ২১ জানুয়ারি ২০২৫

দোহার-নবাবগঞ্জে নারী নির্যাতন বিরোধী পুলিশিং সভা

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ২১:৪৫, ১৭ অক্টোবর ২০২০

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় একযোগে ১৪টি ইউনিয়নে পৃথক সভা করেন নবাবগঞ্জ থানা পুলিশ।

উপজেলা সদর কেন্দ্রীয় শহীদ মিনারে কলাকোপা ইউনিয়নের সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মো. ইব্রাহীম খলিল। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুর রহমান। 

তিনি বলেন, সম্প্রতি সময়ে সামাজিক অবক্ষয়ের ঘটনা ঘটছে। এসব প্রতিরোধে পুলিশের পাশাপাশি জনগণকে এগিয়ে আসতে হবে। তাছাড়া আপনার সন্তান কোথায় যায়, কি করে, কার সাথে মিশে এসবের খোঁজ পিতা-মাতাকেই রাখতে হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জালালউদ্দীন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রবির কুমার সাহা, জেলা কৃষক লীগ দক্ষিণের সাংগঠনিক সম্পাদক স্বপন কুমার সরকার, জাতীয় হিন্দু মহাজোটের উপজেলা সভাপতি উত্তম কুমার রায় প্রমূখ।

অপরদিকে, দোহার উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌর সভায় ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী বিট পুলিশিং পৃথক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে দোহার থানার ওসি মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দোহার সার্কেলের এএসপি জহিরুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওসি তদন্ত মো.আরাফাত হোসেন, ফুলতলা শাইনপুকুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাহাঙ্গীর আলম ও মাহমুদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুজন বিশ্বাস প্রমুখ।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি