ঢাকা, বৃহস্পতিবার   ২৭ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে মাগুরায় বিভিন্ন কর্মসূচি পালন  

মাগুরা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৫, ১৮ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

মাগুরায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৬ তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ মাগুরা জেলা শাখা বিভিন্ন কর্মসূচি পালন করেছে।
 
রবিবার সকাল ১১ টায় কলেজ রোডে পৌরসভার সামনে জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশ নেন জেলা সিভিল সার্জন প্রদীপ কুমার সাহা, মাগুরা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুন্সী রেজাউল হক, পৌরসভার প্যানেল মেয়র মকবুল হাসান মাকুল, জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আলী আহমদ। 

সভা শেষে অসহায়, দুস্থ, শিশুদের জন্য বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে ঔষধ বিতরণের জন্য সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রেজওয়ান আহমেদের নিকট হস্তান্তর করা হয়। দুপুর ১২ টায় পথ শিশুদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। বাদ আছর সরকারি কলেজ মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

আরকে//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি