ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যমুনায় মা ইলিশ ধরায় ৭ জেলেকে কারাদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৩৫, ১৮ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের চৌহালীতে যমুনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় ৭ জেলেকে ১ বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

শনিবার রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করে রোববার সকালে চৌহালী নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছাঃ আফসানা ইয়াসমিন এ রায় প্রদান করেন। 

সাজাপ্রাপ্তরা হল স্থল ইউনিয়নের স্থল গ্রামের সহিদুল ইসলাম (২৬), জামাল হোসেন (৩৫), নুরুল আমিন (৪২), কুড়াগাছার গ্রামের মোকছেদ (৪০), শেখ চানপাড়া গ্রামের সমেশ আলী (৪৮),  নূর নবী (১৯) ও আলতাফ হোসেন (৩০)। পরে তাদের পুলিশের মাধ্যমে সিরাজগঞ্জ জেল হাজতে পাঠিয়ে দেয়া হয়।

অভিযান চলাকালে ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট ও উদ্ধার করা ৩ কেজি মাছ হাফিজিয়া মাদ্রাসা বিতরণ করা হয়।
 
এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুম বিল্লাহ, ক্ষেত্রসহকারী শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি