ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

শেখ রাসেলের ৫৬ তম জন্মবার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনা সভা 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

প্রকাশিত : ১৬:৪৮, ১৮ অক্টোবর ২০২০ | আপডেট: ১৬:৫১, ১৮ অক্টোবর ২০২০

বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে স্থানীয় শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসন ও শিশু একাডেমী ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াৎ উদ দৌলা খান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শামসুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মিসেস নায়ার কবির, অতিরিক্ত পুলিশ সুপার রইচ উদ্দিন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার। স্বাগত বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মাহফুজা আখতার। 

সভায় শেখ রাসেলের স্মৃতিবিজড়িত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পরে শেখ রাসেলকে নিয়ে রচিত কবিতা ও আবৃত্তি পাঠসহ বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ী শিশু শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি