ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ঠাকুরগাঁওয়ে শেখ রাসেলের জন্মবার্ষিকী উদযাপন

 ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত : ০০:০২, ১৯ অক্টোবর ২০২০

নানা আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৬তম জন্মবার্ষিকী পালন করা  হয়েছে। 

এই উপলক্ষে রবিবার সকালে ঠাকুরগাঁও সার্কিট হাউজ সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও শিশু একাডেমী যৌথভাবে আলোচনা সভা, দোয়া মাহফিল,কেককাটা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে। 

অনুষ্ঠানে কেককাটার পর জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিনুল ইসলাম, এন.এস.আই’র যুগ্ম পরিচালক হেমায়েত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামাল হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী, জেলা আ’লীগের সহ সভাপতি মাহাবুবুর রহমান খোকন প্রমুখ। আলোচনার পর সুবিধা বঞ্চিত ও বিশেষ চাহিদা সম্পন্ন ১৮ জন শিশুদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। 
কেআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি