সিরাজগঞ্জের তাড়াশে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১
প্রকাশিত : ১০:৪৩, ১৯ অক্টোবর ২০২০
সিরাজগঞ্জের তাড়াশে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চাপা পড়ে ১ জন নিহত হয়েছে। সোমবার ভোর উপজেলার মহিষলুটি বাজারে রডবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে ঢুকে গেলে রাজিব (১৭) নামের এক কলেজ ছাত্র ঘুমিয়ে থাকাবস্থায় নিহত হয়। সে রহিচ উদ্দিনের ছেলে।
এ ব্যাপারে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি বলেন, সোমবার ভোর ৬ টার দিকে ঢাকা থেকে রাজশাহীগামী একটি রডবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসত ঘরে ঢুকে পরলে ঘটনাস্থলে রাজিব মারা যায়। নিহত ব্যক্তিকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবহন আইনে ট্রাকের ড্রাইভার ও মালিকের নামে মামলা দায়ের করা হয়েছে।
এমবি//
আরও পড়ুন