ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

এখনো মেলেনি লালপুরের উজ্জল আলীর খোঁজ

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১২:১৫, ১৯ অক্টোবর ২০২০

নাটোরের আব্দুলপুরে খেলা দেখতে গিয়ে হারিয়ে যাওয়া মানসিক প্রতিবন্ধী উজ্জল আলীকে দুই সপ্তাহেও খুঁজে পাওয়া যায়নি। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল নীল রংয়ের চেক লুঙ্গি ও পেষ্ট কালারের গেঞ্জি। বিবাহিত উজ্জল আলীর বাড়ি লালপুর উপজেলার কামারহাটি পুকুরপাড় এলাকায়।

উজ্জল আলীর স্ত্রী মোছাঃ আঁখি ইয়াদ ইভা বলেন, তার স্বামী মানসিক প্রতিবন্ধী উজ্জল আলী গত ৩ অক্টোবর বিকেলে আব্দুলপুর বাজারে খেলা দেখতে গিয়ে আর বাড়ি ফিরে আসেনি। বহু খোঁজাখুজি করেও কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। পরে এ ঘটনায় গত ৯ অক্টোবর লালপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। (জিডি নং-২৯৫ ০৯/১০/২০২০)। 

ইভা আরও বলেন, তার স্বামী প্রায় ৬ ফুট ২ ইঞ্চি লম্বা প্রকৃতির এবং গায়ের রং ফর্সা। 

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি