ঢাকা, বুধবার   ০৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

নোয়াখালীতে সৎ মা’কে পুড়িয়ে হত্যা, আহত ৪

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ২০:৪৮, ১৯ অক্টোবর ২০২০ | আপডেট: ২০:৪৯, ১৯ অক্টোবর ২০২০

হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধরা

হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধরা

Ekushey Television Ltd.

নোয়াখালী সদর উপজেলার রামহরিতালুক গ্রামে পারিবারিক কলহের জেরে আসমা বেগম নামে এক নারীকে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যা করেছে সৎ ছেলে। সোমবার (১৯ অক্টোবর) সকালের এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। 

নিহত আসমা বেগম উপজেলার রাম হরিতালুক গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী। অগ্নিদগ্ধরা হচ্ছেন- অগ্নিসংযোগকারী কামাল উদ্দিন এবং প্রতিবেশী তারেক, সুমন ও মান্না। 

পুলিশ ও নিহত স্বজনরা জানান, প্রথম স্ত্রীর মৃত্যুর পর দ্বিতীয়বার বিয়ে আসমা বেগমকে ঘরে তোলেন রাম হরিতালুক গ্রামের ইসমাইল হোসেনে। কিন্তু তার সঙ্গে ইসমাইলের প্রথম পক্ষের ছেলে-মেয়েদের বনিবনা না হওয়ার জেরে কিছুদিন আগে তারা বাড়ি ছেড়ে চলে যায়। আজ সোমবার সকালে বড় ছেলে কামাল উদ্দিন ওই বাড়িতে ফিরলে সৎ মা আসমা বেগমের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বাড়ির একটি কক্ষে নিয়ে তার গায়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করেন কামাল। এ সময় কামালসহ কক্ষে থাকা তার সৎ মা ও উদ্ধার করতে আসা প্রতিবেশিরা দগ্ধ হন। 

আহত ৫ জনকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য আসমা বেগম, কামাল ও তারেককে ঢাকায় প্রেরণ করা হলে পথিমধ্যে আসমা বেগমের মৃত্যু হয়। অপরদিকে, আহত সুমন ও মান্না নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিহত আসমা বেগমের বাবা আবুল কাসেম সাংবাদিকদের জানান, ঢাকায় হাসপাতালে পৌছানোর কিছুক্ষণ পূর্বেই সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়।

সুধারাম থানার ওসি (তদন্ত) টমাস বড়ুয়া বলেন, দগ্ধ ৩ জনকে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে আসমা বেগমের মৃত্যুর বিষয়টি শুনেছি। এ ঘটনায় অগ্নিসংযোগকারী কামালের শ্যালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি