বৃষ্টির মধ্যে শরণখোলায় ভোট গ্রহণ শুরু
প্রকাশিত : ১০:১৫, ২০ অক্টোবর ২০২০
বৃষ্টির মধ্যে বাগেরহাটের শরণখোলায় উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টায় স্বাস্থ্য বিধি মেনে ভোট দেওয়া শুরু করেছেন ভোটাররা। বিরতিহীনভাবে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।
সকাল ৯টায় শরণখোলা উপহেলার ধান সাগর নল বুনিয়া প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে বৃষ্টি উপেক্ষা করে ভোটারদের ভোট দিতে দেখা যায়। এ কেন্দ্রে নারী ভোটার ছিলেন বেশি। তেমন কোন পুরুষ ভোটার দেখা যায়নি।
শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগের রায়হান উদ্দিন শান্ত, বিএনপির মতিয়ার রহমান খান ও জাতীয় পার্টির এ্যাড. মোঃ শহিদুল ইসলাম তিনজন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এই নির্বাচনে উপজেলার ৩৩ টি কেন্দ্রে ৮৯ হাজার ৩৩৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে ৪৪ হাজার ৬০২ জন পূরুষ ও ৪৪ হাজার ৭৩৫ জন নারী ভোটার রয়েছে।
এছাড়া জেলার মোরেলগঞ্জ উপজেলার পঞ্চকরণ ইউনিয়ন পরিষদের চার নং ওয়ার্ড সদস্য এবং রামপাল উপজেলার রাজনগর ইউনিয়নের দুই নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
২০১৯ সালের ৫ ডিসেম্বর শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন আকন মারা গেলে পদটি শূন্য হয়।দীর্ঘ ১০ মাস পরে ১৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
এমবি//
আরও পড়ুন