ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

ইলিশ শিকারের দায়ে নলছিটিতে ৫ জেলের দণ্ড 

নলছিটি (ঝালকাঠি) সংবাদদাতা 

প্রকাশিত : ১১:৩৯, ২০ অক্টোবর ২০২০

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ঝালকাঠির নলছিটির সুগন্ধা নদীতে মা ইলিশ শিকারের অপরাধে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল থেকে মঙ্গবারবার সকাল পর্যন্ত) ৫ জেলেকে দন্ড দেওয়া হয়েছে। 

এর মধ্যে তিন জেলেকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড এবং দুই জেলেকে পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।  

আজ মঙ্গলবার সকালে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  মো. সাখাওয়াত হোসেন এ দণ্ড দেন। 

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার কান্ডপাশা গ্রামের সজীব খলিফা (২০), বরিশাল সদর উপজেলার রপাতলী বটতলার ফারুক হোসেন (৪০) এবং সাইদুল হক হাওলাদার (৪৫)। অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলা কান্ডপাশা গ্রামের আমিন সরদার এবং মুন্না সরদার।  

এ সময় ১২টি মাছ ধরার নৌকা, এক হাজার মিটার কারেন্ট জাল ও ১০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।  জব্দ করা ইলিশ  ফেরিঘাট হাফেজিয়া মাদ্রাসায় বিতরণ করা হয়। 

জব্দকৃত জালগুলো নলছিটি ফেরিঘাট এলাকায় জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়। অভিযানকালে নলছিটি উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা রমণি কান্ত মিস্ত্রি উপস্থিত ছিলেন। 

এআই/এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি