ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

নৌ ধর্মঘটে মোংলা বন্দরের পণ্য খালাস-বোঝাই বিঘ্ন

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০০, ২০ অক্টোবর ২০২০

অনির্দিষ্টকালের নৌ ধর্মঘটের কারণে মোংলা বন্দরে পণ্য খালাস ও বোঝাই কাজ ব্যাহত হচ্ছে। মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘বন্দরে অবস্থানরত কয়লা, সার, পাথর ও ক্লিংকারসহ মোট ১৪টি জাহাজে এই সমস্যা হচ্ছে।’

জাহাজের গায়ে যে কয়টি লাইটারেজ জাহাজ অবস্থানে ছিল সেগুলোতে পণ্য বোঝাই করা হলেও নৌ ধর্মঘটের কারণে তা স্থান ত্যাগ করতে পারছে না। আবার কোনও লাইটারেজ জাহাজ নতুন করে ওই ১৪টি দেশি-বিদেশী বাণিজ্যিক জাহাজের পণ্য খালাসে কাছে যেতে পারছে না। যে কারণে একটু বিঘ্ন হচ্ছে বলেও জানান বন্দরের চেয়ারম্যান। 

এদিকে মোংলাস্থ নৌযান শ্রমিক নেতা আনোয়ার হোসেন চৌধুরী ও মো. মাইনুল হোসেন মিন্টু  বলেন, ‘মধ্যরাত থেকে সারা দেশের মতো মোংলায়ও ধর্মঘট চলছে।  বেতন-ভাতা বৃদ্ধিসহ ১১ দফা দাবি বাস্তবায়ন না হলে এই ধর্মঘট অব্যাহত থাকবে।’

মোংলায় অনির্দিষ্টকালের নৌ ধর্মঘট শুরু হয়েছে। মঙ্গলবার মধ্যরাত থেকে এ ধর্মঘট শুরু করে বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন। 

ধর্মঘটে শত শত লাইটারেজ জাহাজ মোংলা ও পশুর নদীর বিভিন্ন স্থানে অলস অবস্থান করছে। এছাড়া বন্ধ রয়েছে অভ্যন্তরীণ নৌ চলাচলও। 

এআই/এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি