ঢাকা, মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪

উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন শান্ত

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ২১:১৬, ২০ অক্টোবর ২০২০ | আপডেট: ২১:২৩, ২০ অক্টোবর ২০২০

রায়হান উদ্দিন শান্ত

রায়হান উদ্দিন শান্ত

বাগেরহাটের শরণখোলা উপজেলার পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রায়হান উদ্দিন শান্ত নৌকা প্রতীকে ৫৬ হাজার ১‘শ ৮৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) উপজেলা মিলনায়তনস্থ নির্বাচনী নিয়ন্ত্রণ কক্ষ থেকে বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা ও উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরাজী বেনজীর আহমেদ এই ফলাফল জানান। 

তিনি আরও জানান, বিজয়ীর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির এ্যাড. মোঃ শহিদুল ইসলাম লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৭‘শ ৬৭ ভোট ও বিএনপি মনোনীত মতিয়ার রহমান খান ধানের শীষ প্রতীকে পেয়ছেন ৬‘শ ৭৩ ভোট।

এসময় বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাফিজ আল আসাদ, শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন, শরণখোলা উপজেলা নির্বাচন কর্মকর্তা অঞ্জন সরকার, শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উপস্থিত ছিলেন।
 
শরণখোলা উপজেলার চারটি ইউনিয়নের ৩৩টি কেন্দ্রে ৮৯ হাজার ৩৩৭ জন ভোটার ছিল। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত বিরতিহীন ভাবে ৫৭ হাজার ৬‘শ ২৮ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ৫ ডিসেম্বর শরণখোলা উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন আকন মারা গেলে পদটি শুন্য হয়। দীর্ঘ ১০ মাস পরে ১৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেন। এরই প্রেক্ষিতে আজ দিনব্যাপী ভোটে একইপদে নির্বাচিত হলেন মরহুম কামাল উদ্দিন আকনেরই পুত্র রায়হান উদ্দিন শান্ত।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি