ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

কসবায় পাহাড় কাটার অপরাধে আর্থিক জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ২৩:০১, ২০ অক্টোবর ২০২০ | আপডেট: ২৩:০৪, ২০ অক্টোবর ২০২০

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে কামাল খন্দকার নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাসুদ উল আলম তাকে এই জরিমানা করেন। কামাল খন্দকার উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের পাথারিয়া গ্রামের মৃত আফতাব খন্দকারের ছেলে।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, কামাল খন্দকার দীর্ঘদিন ধরে পাহাড় কাটছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ উল আলম মঙ্গলবার ঘটনাস্থলে পৌছে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে কামাল খন্দকারকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এবং ভবিষ্যতে আর পাহাড় কাটবেন না মর্মে কামাল খন্দকারের কাছ থেকে মুচলেকা আদায় করেন।

এ ব্যাপারে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ উল আলম জানান, পাহাড় কাটা আইনত দন্ডনীয় অপরাধ। ভবিষ্যতে পাহাড় কাটবেন না এই মর্মে মুচলেকা দেয়ার প্রেক্ষিতে কামাল খন্দকারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাহাড় কাটা বন্ধের ব্যাপারে ভ্রাম্যমান আদালত পরিচালনা কার্যক্রম অব্যাহত থাকবে। 
কেআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি