ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

রামুতে পাহাড় ধসে ২ শ্রমিক নিহত

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১১:২২, ২১ অক্টোবর ২০২০

কক্সবাজারের রামুতে রাতের অন্ধকারে অবৈধভাবে পাহাড় কাটার সময় মাটি ধসে দুই শ্রমিক নিহত হয়েছে। 

বুধবার (২১ অক্টোবর) ভোররাত সাড়ে ৪টার দিকে উপজেলার কাউয়াখোপ ইউনিয়নের উখিয়ারঘোনাস্থ ঝর্ণাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।ৃ

নিহতরা হলেন, উখিয়ারঘোনা স্কুলপাড়ার মৃত হোসাইনের ছেলে আলী আহম্মদ (৩০) ও লট উখিয়ারঘোনা গ্রামের মো. কালুর ছেলে মুজিবুর রহমান (৩২)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাতের অন্ধকারে পাহাড় কেটে মাটি নিয়ে পার্শ্ববর্তী ভুতপাড়ার শামসুল আলম নামে এক ব্যক্তির জায়গা ভরাট করা হচ্ছিল। এ কাজে কয়েকজন শ্রমিক রাতে মাটি কাটছিলেন। এ সময় পাহাড়ের একটি অংশ ধসে তাদের উপরে পড়ে। এতে ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু ও একজন আহত হন। আহত শ্রমিকের নাম মো. রফিক।

রামু থানার ওসি কে এম আজমিরুজ্জামান জানান, ‘গুরুতর আহত শ্রমিক রফিকের সঙ্গে কথা বলে মনে হচ্ছে পিকআপ ভ্যান এবং মাটিচাপা পড়ে ওই দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত শ্রমিককে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’

এআই//এমবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি