নারায়ণগঞ্জে আজও চলছে নৌযান শ্রমিকদের কর্মবিরতি
প্রকাশিত : ১২:১০, ২১ অক্টোবর ২০২০
নৌযান শ্রমিক ও কর্মচারীদের খাদ্যভাতা কার্যকর ও নদীপথে নির্যাতন বন্ধসহ ১৫ দফা বাস্তবায়নের দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছে নারায়ণগঞ্জের নৌযান শ্রমিকরা।
আজ বুধবার সকালে শহরের ৫নং মাছ ঘাটসহ ২৫টি ঘাটে কয়েকশ’ পণ্যবাহী জাহাজ নদীর পাড়ে নোঙ্গর করে শ্রমিকরা বিক্ষোভ করেন। এর আগ সোমবার রাত থেকে কয়েক হাজার শ্রমিক জাহাজে পণ্য ওঠা-নামা ও নৌযান চলাচল বন্ধ করে দেয়।
শ্রমিকরা বলেন, ‘শ্রমিকদের খাদ্যভাতা, নদীপথে নির্যাতন বন্ধসহ ১৫ দফা দাবি না মানা পর্যন্ত নারায়ণগঞ্জের উপর দিয়ে বয়ে যাওয়া শীতলক্ষ্যা, ধলেশ্বরী ও বুড়িগঙ্গা নদীতে অনিদিষ্টকালের জন্য নৌযানে কর্মবিরতি চলবে।’
তারা আরও বলেন, ‘জাহাজের মালিকরা গতকাল সাংবাদিক সম্মেলন করে বলেছেন শ্রমিকদের বেতন ও খাদ্য বন্ধ করে দিবে। কিন্তু খাদ্য নিজের টাকা দিয়ে কিনে থাকে শ্রমিকরা। মালিকদের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
এদিকে নারায়ণগঞ্জসহ সারাদেশে কর্মবিরতি ধর্মঘট পালন করছে বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নসহ নৌ শ্রমিকদের বিভিন্ন সংগঠন।
এআই//এমবি
আরও পড়ুন