ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বরিশালে আজও চলছে নৌযান শ্রমিকদের কর্মবিরতি 

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ১২:১৫, ২১ অক্টোবর ২০২০

নদীপথে সন্ত্রাস, চাঁদাবাজি ও পুলিশি নির্যাতন বন্ধসহ ১১ দফা দাবিতে ডাকা ধর্মঘটে আজও কর্মবিতরতি পালন করছেন বরিশালের পণ্যবাহী নৌযান শ্রমিকরা। 

এতে করে আজ বুধবার জেলার সকল রুটে তেলবাহী জাহাজসহ সকল প্রকার পণ্যবাহী নৌযান লাইটার জাহাজ চলাচল বন্ধ রয়েছে। এসব জাহাজ নোঙ্গর করা হয়েছে মাঝ নদীতে। 

সরেজমিনে ঘুরে দেখা যায়, ধর্মঘটের কারণে অন্য পণ্যবাহী জাহাজ ঘাটে ও বিভিন্ন এলাকায় সরিয়ে রাখা হয়েছে। কেটিসি ঘাটেও বিভিন্ন এলাকা থেকে আসা ট্রাক, তেলবাহী ট্যাংকার ও লরিতে থাকা অনেক মালামাল খালাসের অপেক্ষায় আছে।

ঘাট শ্রমিকরা এখন অলস সময় পার করছেন। তবে লঞ্চসহ যাত্রীবাহী নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে। 

এআই/এমবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি