ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সরাইলে ইউনিয়ন পরিষদ উপ নির্বাচনে আ:লীগ প্রার্থী জয়ী

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১৯, ২১ অক্টোবর ২০২০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় মঙ্গলবার চুন্টা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে উপ-নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণের পর গণনা শেষে রাত সাড়ে আটটায় উপজেলা নির্বাচন অফিসার ও রিটানিং অফিসার মোহাম্মদ মাহবুব আলম ফলাফল ঘোষণা করে। এ উপ-নির্বাচনে চুন্টা  ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হয়েছেন।

চুন্টা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেখ মোঃ হাবিবুর রহমান নৌকা প্রতীক নিয়ে ৫৩৯৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রার্থী জাতীয় পার্টির মোঃ বাহার মিয়া লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৪৫১৯ ভোট। এ ইউনিয়নে ভোটার সংখ্যা ২৪ হাজার ৫১।

উল্লেখ্য যে, উপজেলার চুন্টা ইউনিয়নের  আওয়ামীলীগের মনোনীত র্নিবাচিত চেয়ারম্যন ছিলেন প্রকৌশলী মোঃ শাহজাহান মিয়া , তিনি গত ১০ জুলাই করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেন । তার মৃত্যুতে আসনটি শূন্য হয়। গত ১৫ সেপ্টেম্বর উপ-নির্বাচনের জন্য তফসিল ঘোষনা হয়েছিল। আগামী ২০ অক্টোবর উপর্নিবাচন অনুষ্ঠিত হবে। 

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি