ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

শ্রীমঙ্গল প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৫৭, ২১ অক্টোবর ২০২০

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বৃক্ষরোপন ও চারা বিতরণ কর্মসূচি।বুধবার সকাল থেকে উপজেলা প্রেসক্লাবে উদ্যোগে সাংবাদিকরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বাসা বাড়িতে বৃক্ষরোপন কর্মসূচি পালন করছেন। একই সঙ্গে তারা বিতরণ করছেন বিভিন্ন ফলদ ও বনজ বৃক্ষের চারা। 

প্রেসক্লাব সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী জানান, মুজিববর্ষ উপলক্ষ্যে স্থানীয় সংসদ সদস্য ড. মো. উপাধ্যক্ষ আব্দুস শহীদ বন বিভাগের মাধ্যেমে প্রেসক্লাবকে বিভিন্ন প্রজাতির চারা উপহার দেন। এই চারাগুলো তারা রোপন ও বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন। 

এ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন, অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী, চৌধুরী ভাস্কর হোম, ইমন দেব চৌধুরী, শামীম আক্তার হোসেন, কাউছার আহমদ রিয়ন, সুমন বৈদ্য ও শিমুল তরফদার।
কেআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি