নড়াইলের কালিয়ায় ইলিশ মাছ ধরার দায়ে ৭ জেলেকে কারাদণ্ড
প্রকাশিত : ১৭:১২, ২১ অক্টোবর ২০২০ | আপডেট: ১৭:১৩, ২১ অক্টোবর ২০২০
নিষেধাজ্ঞা অমান্য করে নড়াইলের কালিয়া উপজেলার চিত্রা ও নবগঙ্গা নদীতে ইলিশ মাছ ধরার অপরাধে সাত জেলেকে ১৫দিন করে কারাদন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২১ অক্টোবর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুদা এ আদেশ দেন।
কালিয়া থানার এস আই সাইদুর রহমান ও দেবব্রত জানান, বুধবার সকালে কালিয়ার নবগঙ্গা ও চিত্রা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জালসহ সাত জেলেকে আটক করা হয়। এরা হলেন-কালিয়ার বিষ্ণুপুর গ্রামের হাসান মুন্সী (২২) ও আজিজ মুন্সি (২৫), পাচকাহুনিয়া গ্রামের পাভেল শিকদার (১৯) ও শেরেকুল শিকদার (১৯), চন্দ্রপুর গ্রামের হাসান শেখ (২৬) ও বাপ্পি মল্লিক (২৩) এবং বুড়িখালী গ্রামের সজিব। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে, গত ১৭ অক্টোবর কালিয়ার চিত্রা ও নবগঙ্গা নদীতে রাতভর অভিযান চালিয়ে ইলিশ মাছ ও জালসহ চারজনকে আটক করে ডিবি পুলিশ। জামরিলডাঙ্গা এলাকা থেকে বারইপাড়া ব্রিজ পর্যন্ত দীর্ঘ সাত কিলোমিটার নৌপথে অভিযান চালায় পুলিশ।
আরকে//
আরও পড়ুন