ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

নড়াইলে জাতীয় স্যানিটেশন মাস ও হাতধোয়ার উদ্বোধন

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ২০:০২, ২১ অক্টোবর ২০২০

“উন্নত স্যানিটেশন নিশ্চিত করি, করোনাভাইরাস মুক্ত জীবন গড়ি” এই শ্লোগানে নড়াইলে জাতীয় স্যানিটেশন মাস এবং হাতধোয়া দিবসের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আনজুমান আরা।

এসময় উপস্থিত ছিলেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নড়াইলের নির্বাহী প্রকৌশলী জাহিদ পারভেজ, অতিরিক্ত জেলা প্রশাসক ইয়ারুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী মাহমুদুল আলা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমি মজুমদারসহ অনেকে।

জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে সঠিক ভাবে হাত ধোয়ার কলাকৌশল দেখানো হয়।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি