ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

মোংলায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের যন্ত্রপাতি 

মোংলা প্রতিনিধি 

প্রকাশিত : ১২:২৭, ২২ অক্টোবর ২০২০

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের মূল যন্ত্রপাতি এখন মোংলা বন্দরে। মঙ্গলবার (২০ অক্টোবর) এই পারমণবিক চুল্লি এবং আনুসাঙ্গিক যন্ত্রপাতি বন্দরে এসে পৌঁছায়। 

এ সমুদ্রযাত্রায় ডেইজি পাড়ি দিয়েছে ১৪ হাজার কিলোমিটার। এর মধ্যদিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বাস্তবায়ন কাজ আরও একধাপ এগিয়ে গেল।  

জানা যায়, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট ২০২৩ এবং দ্বিতীয় ইউনিট ২০২৪ সালে উৎপাদনে আসার কথা। দুই ইউনিটে বিদ্যুৎ উৎপাদন হবে দুই হাজার চার’শ মেগাওয়াট।
 
এ ব্যাপারে পণ্য খালাস প্রজেক্ট ম্যানেজার হাসানুর রহমান রিজভি বলেন, ‘মালামালগুলো লোড-আনলোডের কাজ চলছে। ইতিমধ্যে অনেকগুলো খালাস করা হয়েছে। প্রধান যে স্টিম জেনারেটর আছে, সেটা আশা করি দু’একদিনের মধ্যেই খালাস করতে পারবো আমরা।’

রূপপুর প্রকল্পকে সহায়তা দেয়ার মধ্যদিয়ে মোংলা বন্দরের সুনাম বাড়বে জানিয়ে মোংলা বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান। 

তিনি বলেন, ‘স্টিম জেনারেটরসহ কিছু গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ বন্দরে এসে পৌঁছেছে। এখান থেকে সেগুলো রূপপুরে নেয়া হবে।’

এআই//এমবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি