ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সুবর্ণচরে পাঁচ টুকরো লাশ: ৭ জন মিলে মাকে হত্যা করে সন্তান

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১১, ২২ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

নোয়াখালী সুবর্ণচরে চাঞ্চল্যকর পাঁচ টুকরো লাশের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। টাকা দিতে অস্বীকার করায় ৭ সহযোগী মিলে মাকে হত্যা করে সন্তান। পরে লাশ টুকরো টুকরো করে ধান ক্ষেতে ফেলে রেখে যায়। পরে নিজেই গিয়ে আবার মাকে হত্যার দায়ে মামলা করেন ওই নারীর ছেলে। 

মামলার সূত্র ধরে নোয়াখালী জেলা পুলিশের তদন্তে এ ঘটনায় হত্যার সাথে সরাসরি সন্তানের জড়িত থাকার বিষয়টি উঠে আসে। একইসাথে তার সাথে তার ৭ সহযোগী মিলে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে জানান চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আনোয়ার হোসেন। 

আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি। 

ডিআইজি আনোয়ার হোসেন জানান, ‘এ ঘটনায় আমরা ৭ আসামির মধ্যে ৫ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে দুইজন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।’

হত্যার বিষয়টি তিনি জানান, ‘তার ভাই বেলাল মারা যাওয়ার সময় কিছু টাকা ঋণ রেখে যান। ওই ঋণের টাকা পরিশোধ করার জন্য হুমায়নকে চাপ দিতে থাকলে,  হুমায়ুন এই বিষয়ে তার মাকে বলেন। তার মা ওই ঋণের টাকা দিতে অস্বীকৃতি জানালে সে এ চাপ সহ্য করতে না পেরে তার মাকে হত্যা করে।’

এআই/এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি