ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বরিশালে ৬১৭টি মন্ডপে চলছে শারদীয় দুর্গাপূজা 

বরিশাল প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:৪৬, ২২ অক্টোবর ২০২০

অধিবাস ও ষষ্ঠী পূজার মধ্যদিয়ে বরিশালে আজ শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহত ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। 

আজ বৃহস্পতিবার থেকে ঢাকের বোল, শঙ্কধ্বনী আর উলুধ্বনীতে মুখরতি মন্ডপগুলো। এই উৎসব সনাতন ধর্মাবলম্বীদের হলেও কালের বিবর্তে আজ তা রূপ পেয়েছে অসাম্প্রদায়িক বাঙালির সার্বজনীন উৎসবে।

উৎসবকে কেন্দ্র করে মন্ডপগুলো সেজেছে নববধূর সাজে। পাঁচ দিনব্যাপী এই উৎসব দেবীর বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে আগামী ২৬ অক্টোবর। এ বছর বরিশাল নগরীতে ৪২টি এবং জেলায় ৫৭৫টি নিয়ে মোট ৬১৭টি মন্ডপে হচ্ছে শারদীয় দুর্গোৎসব।

এআই/এমবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি