বিরামহীন বৃষ্টি, বিপর্যস্ত বাগেরহাটের জনজীবন
প্রকাশিত : ১৯:২৭, ২২ অক্টোবর ২০২০
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘু চাপের প্রভাবে মোংলা সমুদ্র বন্দরসহ উপকূলীয় অঞ্চলে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর থেকেই জেলার বেশিরভাগ এলাকায় মুষলধারে বৃষ্টি হয়েছে। দুপুর নাগাদ বৃষ্টির পরিমাণ কমলেও দেখা মেলেনি সূর্যের। হঠাৎ এমন বৃষ্টিতে সমস্যায় পড়েছে অফিসগামী ও খেটে খাওয়া সাধারণ মানুষ।
এদিন সকালে শুরু হওয়া শারদীয় দুর্গা পূজা উদযাপনেও সমস্যায় পড়েছেন সনাতন ধর্মাবলম্বীরা। তবে বৈরি আবহাওয়ার মধ্যেও মোংলা বন্দরের সকল কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন মোংলা বন্দর কর্তৃপক্ষের ডেপুটি হারবার মাস্টার ক্যাপ্টেন মোঃ শাহাদাত হোসেন।
এদিকে, বৃষ্টির কারণে সকাল থেকেই রাস্তাঘাট ছিল ফাঁকা। ছাতা নিয়ে কিছু মানুষকে খুব জরুরী কাজে বের হতে দেখা গেছে। বাগেরহাট শহরের শালতলা এলাকার রিকশাচালক আলমগীর বলেন, বেলা ১১টা পর্যন্ত যখন বৃষ্টি কমেনি, তখন পলিথিন পেঁচিয়ে রাস্তায় বের হলাম। ঘরে বসে থাকলে তো আর বাড়িতে চাল আসবে না।
আলমগীরের মতো কিছু রিকশা চালক ও ক্ষুদ্র ব্যবসায়ীদেরই রাস্তায় দেখা গেছে। ছাতা নিয়ে নিজ গন্তব্যে পৌঁছেছেন বৃষ্টির মধ্যেও।
বাগেরহাটসহ উপকূলীয় অঞ্চলে এ ধরণের বৃষ্টিপাত আরও দুই একদিন স্থায়ী হবে বলে জানিয়েছেন মোংলা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মোহাম্মাদ আলী। তিনি বলেন, বঙ্গোপসগারে সৃষ্ট লঘূ চাপের কারণে সকাল থেকে বৃষ্টিপাত হচ্ছে। দুপুর পর্যন্ত আমরা ৩৯ মি.মি. বৃষ্টিপাত রেকর্ড করেছি। আগামী দুই-তিন দিন এ ধরণের বৃষ্টিপাত অব্যাহত থাকবে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের ডেপুটি হারবার মাস্টার ক্যাপ্টেন মোঃ শাহাদাত হোসেন বলেন, মোংলায় বৃষ্টিপাত হলেও বন্দরের সকল কার্যক্রম স্বাভাবিক রয়েছে। বন্দরে জাহাজ আগমণ, নির্গমণ, খালাস ও বোঝাই সবই চলমান রয়েছে।
এনএস/
আরও পড়ুন