ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

এবারেও ঠাকুরগাঁওয়ের রশিক রায় জিউ মন্দিরে ১৪৪ ধারা 

ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত : ২১:৫৫, ২২ অক্টোবর ২০২০

ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর এলাকায়  শ্রী শ্রী রশিক রায় জিউ মন্দিরে এবারেও দূর্গা পূজায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। 

বৃহস্পতিবার ভোর থেকে ১৪৪ ধারা কার্যকরের আদেশ দেন সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, মন্দিরের জমি নিয়ে সনাতন ও ইসকন অনুসারীদের বিরোধের জেরে আইন শৃঙ্খলা অবনতির আশঙ্কায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের নির্দেশে এই আদেশ জারী করা হয়। 

জানা যায়, শ্রী শ্রী রশিক রায় জিউ মন্দিরের জমি ও কর্তৃত্ব দখল নিয়ে স্থানীয় হিন্দুধর্মের সনাতন ও ইসকন অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছে। ২০০৯ সালের ১৮ই সেপ্টেম্বর রশিক রায় জিউ মন্দিরে দুর্গাপূজা নিয়ে অনুসারীদের সাথে সনাতন ধর্মাবলম্বীদের বড় ধরনের সংঘর্ষ হয়। 

এ সময় ইসকনভক্তদের হামলায় ফুলবাবু নামের সনাতন ধর্ম অনুসারী একজন মারা যান। তারপর থেকে ওই মন্দিরে পূজার সময় সংঘর্ষের আশঙ্কায় স্থানীয় প্রশাসন প্রতিবছর ১৪৪ ধারা জারি করে আসছেন। এনিয়ে আদালতে মামলা চলমান রয়েছে।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি