ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মেহেরপুরে সমাজসেবা অফিসের মাঠকর্মীকে কুপিয়ে হত্যা 

মেহেরপুর প্রতিনিধি 

প্রকাশিত : ০৮:৪৮, ২৩ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

মেহেরপুর শহরের তাঁতিপাড়ায় পৌর সমাজসেবা অফিসের মাঠকর্মী ফারুক হোসেনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২২ অক্টোরব) দিবাগত রাত ১২টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 

নিহত ফারুক শহরের তাঁতি পাড়ার শওকত আলীর ছেলে ও মেহেরপুর পৌর সমাজসেবা অফিসের মাঠকর্মী ছিলেন। 

নিহতের মামা আলাউদ্দীন জানান, ‘রাত আনুমানিক পৌনে ১২টার দিকে ফারুক হোসেন বাড়ি ফিরছিলেন। এ সময় বাড়ির অদূরে কয়েকজন দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। আমাদের জানা মতে তাকে মেরে ফেলার মতো কোন বিরোধ বা শত্রু ছিল না। কে বা কারা এ হত্যাকাণ্ডের সাথে জড়িত তা ধারণা করা যাচ্ছে না।’

খবর পেয়ে মেহেরপুরের পুলিশ সুপার এসএম মুরাদ আলী হাসপাতালে ছুটে যান। এ সময় তিনি জানান, ‘নিহতের বাড়ির পাশেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সুরতহাল রিপোর্টে নিহতের পিঠে ও ঘাড়ে কোপানোর চিহ্ন রয়েছে।’ 

প্রাথমিকভাবে এ হত্যার কোন ক্লু পাওয়া যায়নি। হত্যাকারীদের ধরতে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে। দ্রুতই ঘাতকদের গ্রেফতার করা সম্ভব হবে বলেও জানান পুলিশ সুপার।
এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি