ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

পাবনা ও চাঁপাইনবাবগঞ্জে চালের দাম বেড়েছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৮, ১৪ মে ২০১৭ | আপডেট: ১৩:৩০, ১৪ মে ২০১৭

পাবনা ও চাঁপাইনবাবগঞ্জে চালের দাম বেড়ে যাওয়ায় দিশেহারা সাধারণ মানুষ। মিল মালিকদের দাবি, ধান সংকটে বেড়েছে চালের দাম। জেলা বিপণন কর্মকর্তার অভিযোগ,  অসাধু ব্যবসায়ী ও মিল মালিকরাই কৃত্রিম সংকট তৈরি করছে।
উত্তরাঞ্চলের সবচেয়ে বড় ধান চালের মোকাম হিসেবে পরিচিত পাবনার ঈশ্বরদীর নধানের চাতালগুলোতে এখন শুনসান নিরবতা। উপজেলার ৬শ’র বেশি চাতালের মধ্যে চালু রয়েছে মাত্র দেড়শ’টি।
এতে কমেগেছে বাজারে চালেরসরবরাহ।  গত দশদিনের ব্যবধানে সব ধরনের চালের দাম বেড়েছে কেজি প্রতি ৭ থেকে ১০ টাকা। হঠাৎ চালের দাম বাড়াতে মধ্যবিত্ত ও খেটে খাওয়া মানুষের নাভিশ্বাস ।
ব্যবসায়ী বলছেন, অসাধু অটো মিল মালিক সিন্ডিকেট ধান মজুত করায় এই দাম বৃদ্ধি  পেয়েছে।
এক সপ্তাহের ব্যবধানে চাঁপাইনবাবগঞ্জে  চালের দাম বস্তাপ্রতি বেড়েছে ১৫০ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত।
জেলা বিপণন কর্মকর্তার অভিযোগ, সিন্ডিকেটের কারণে চালের দাম বেড়েছে।
তবে মজুদের অভিযোগ অস্বীকার করেন চাঁপাইনবাবগঞ্জ মিল মালিক সমিতির নেতারা।
দ্রুত চালের বাজার স্থিতিশীল করতে সরকারি হস্তক্ষেপ আশা করছেন ভোক্তারা।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি