বরিশালে অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ
প্রকাশিত : ১৫:৫৯, ২৩ অক্টোবর ২০২০
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বরিশালে অভ্যন্তরীণ সকল রুটের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। প্রবল বর্ষণে নগরীর অনেক স্থান ডুবে যাওয়ায় পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ।
বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন বরিশাল বন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।
তিনি জানান, ‘বরিশাল, ভোলা, হিজলা, মুলাদী মেহেন্দীগঞ্জ ও উলানিয়াসহ সকল রুটের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। এতে করে বরিশালসহ বিভিন্ন লঞ্চঘাটের যাত্রীরা আটকা পড়েছেন।’
এদিকে বৈরি আবহাওয়ার মধ্যেও নৌকা, ট্রলার ও স্পিড বোডে জীবনের ঝুঁকি নিয়ে ভোলাসহ বিভিন্ন রুটে যাত্রীরা যাতায়াত করছেন। অতি বর্ষণে তলিয়ে গেছে নগরীর সদর রোড, নবগ্রাম রোড, বটতলা, আমির কুঠির, বগুড়া রোড, কলেজ রোড, ফকির বাড়ি রোডসহ বিভিন্ন এলাকা।
এআই/এসএ/
আরও পড়ুন