ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রূপগঞ্জে স্টিল মিলে মেশিন বিস্ফোরণে নিহত ২, দগ্ধ ৪

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২২:২৫, ২৩ অক্টোবর ২০২০ | আপডেট: ২২:২৮, ২৩ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার লোহা গলানোর একটি কারখানায় বিস্ফোরণে ২ শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত ৪ শ্রমিক এখন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। 

শুক্রবার ভোর রাতে উপজেলার বরপা এলাকার প্রিমিয়ার স্টিল এন্ড রোলিং মিলে ভাট্রি বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে নিয়ে যায়। সন্ধ্যায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মিজানুর রহমান (৩৩)। তবে, চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ শ্রমিক ফাহিমের মৃত্যু হয়। দগ্ধ হয়ে চিকিৎসাধীন আছেন, আবু সিদ্দিক রাজু মিয়া, মো. শাকিল ও রফিক (৪৫) মিয়া। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ফাহিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

রুপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, প্রিমিয়ার স্টিল মিলের লোহা গলানোর মেশিন বিস্ফোরিত হলে দগ্ধ হয়ে আজ ২ জন মারা গেছেন। আরও চার শ্রমিক ঢাকায় চিকিৎসাধীন রয়েছে। 

দগ্ধ রাজু মিয়ার ভাই মো. সাজু মিয়া জানান, রাতে কাজ করার সময় লোহা গলানোর ভাট্টিতে বিস্ফোরণ হয়। গুলিত লোহা ছিটকে কয়েকজনের শরীরে পড়ে। ওই সময় তাদের পরনে সেফটি জ্যাকেট না থাকায় তারা দগ্ধ হন।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি