ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গৃহকত্রীর অমানবিক নির্যাতনে শিশু সাদিয়ার মৃত্যু

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ২৩:০২, ২৩ অক্টোবর ২০২০ | আপডেট: ২৩:১৫, ২৩ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

শেরপুরে শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবিব শাকিলের স্ত্রী রুমানা জামান ঝুমুরের অমানবিক নির্যাতনের শিকার দশ বছর বয়সী শিশু গৃহকর্মী সাদিয়া পারভীন ওরফে ফেলি মারা গেছে। 

শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দীর্ঘ ২৮ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় শিশু সাদিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করে। 

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহুল আমিন তালুকদার গৃহকর্মী সাদিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ২৫ সেপ্টেম্বর শুক্রবার রাতে শ্রীবরদী থানা পুলিশ অভিযান চালিয়ে নির্যাতিত শিশুটিকে উদ্ধার ও আ’লীগ নেতা শাকিলের স্ত্রী রুমানা জামান ঝুমুরকে গ্রেপ্তার করে। সেসময় শিশু গৃহকর্মীকে অমানবিক নির্যাতনের নির্যাতনের চিহ্ন দেখা যায়। মাথা, পিঠ, হাতসহ শরীরের স্পর্শকাতর স্থানে অসংখ্য আঘাতের চিহ্ন এবং পেট ফুলে পানি আসায় শিশু সাদিয়াকে উদ্ধারের পর পরই তাকে জেলা হাপসপাতালে ভর্তি করা হয়। কিন্তু নির্যাতিত সাদিয়ার অবস্থা সংকটাপন্ন হওয়ায় ২৭ সেপ্টেম্বর তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবশেষে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের সকল প্রচেষ্টা ব্যর্থ করে শুক্রবার সন্ধ্যায় সে মারা যায়। এ ঘটনায় রুমানা জামান ঝুমুর কারাগারে রয়েছেন।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি