ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

লাগাতার বৃষ্টিতে বাগেরহাটে বিপর্যস্ত জনজীবন

বাগেরহাটে প্রতিনিধি 

প্রকাশিত : ১১:৪৯, ২৪ অক্টোবর ২০২০

বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে বাগেরহাটে দুদিনের লাগাতার বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পানিবন্দী হয়ে হয়ে আছেন  অনেকে। 

গত বৃহস্পতিবার ভোর রাত থেকেই মুষলধারে বৃষ্টি শুরু হয়। যা আজ একটু কম হলেও অব্যাহত রয়েছে।

সরেজমিন ঘুরে দেখা যায়, জেলা শহরসহ উপজেলার নিম্নাঞ্চল তলিয়ে গেছে। এর মধ্যে শরণখোলা উপজেলার শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছেন। কয়েকটি স্থানে ব্রিজের সংযোগ সড়ক ভেঙ্গে যাওয়া বিপাকে পড়েছেন স্থানীয়রা। 

উপকূলীয় এলাকায় বৃষ্টি আরও দুই একদিন থাকতে পরে বলে জানিয়েছে মোংলা আবহাওয়া অফিস। 

এআই//


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি