ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

রাজবাড়ীতে ইলিশ শিকারের দায়ে ৮ জেলেকে আটক

রাজবাড়ী প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:২৩, ২৪ অক্টোবর ২০২০

সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে অবৈধভাবে কারেন্ট জাল ফেলে ইলিশ শিকারের অপরাধে ৮ জেলেকে আটকের পর মামলা দায়ের করা হয়েছে। গোয়ালন্দ নৌ-পুলিশ আটক জেলেদের বিরুদ্ধে নৌ-পুলিশ ফাঁড়িতে ৮ জনের বিরুদ্ধে মৎস্য রক্ষা ও সংরক্ষন ২০১৮ এর আইনে ৮টি পৃথক মামলা দায়ের করা হয়। গোয়ালন্দের পদ্মা ও মেঘনা নদীর মোহনায় এ অভিযান পরিচালনা করে ইলিশ শিকারের সময় তাদের আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে ৩০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ২ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। প্রমান স্বরুপ জাল গুলো জব্দ তালিকায় রাখা হয়েছে।  

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলশ সংরক্ষন অভিযান পরিচালনা করেন জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল  গোয়ালন্দ নৌ-পুলিশ ফাঁড়ির আইসি মোঃ মুন্নাফ, গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল শরিফ ও নৌ-পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। জব্দকৃত মাছ মাদ্রাসায় বিতরন করা হয়।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি