ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চট্টগ্রাম বাওয়া স্কুলের শিক্ষকা বিলকিস বানু আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৫, ২৪ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ, প্রকাশ বাওয়া স্কুলের সাবেক শিক্ষকা বিলকিস বানু আর নেই।শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রাম মেডিকেল সেন্টারে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
 
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তার স্বামী অধ্যাপক কে বি মুস্তাফা চট্টগ্রাম কলেজের শিক্ষক ও পটিয়া কলেজের অধ্যক্ষ ছিলেন। মারা যাওয়ার আগে তিনি ৩ পুত্র এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান।
 
তার বড় ছেলে ডাক্তার খায়রুল আনাম মুস্তাফা দক্ষিণ আফ্রিকা ও ছোট ছেলে মুনতাসির মোস্তফা যুক্তরাষ্ট্র প্রবাসী, মেজো ছেলে মুস্তাহিদ মুস্তাফা বার্জার বাংলাদেশ চট্টগ্রামে কর্মরত আছেন। আর একমাত্র কন্যা অস্ট্রেলিয়া প্রবাসী সারা সাবরিনা মোস্তফা। 

আজ শনিবার বাদ জোহর জানাজা শেষে মিসকিন শাহ মাজার কবরস্থানে তাকে দাফন করা হয়।

এআই//আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি