ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

মোরেলগঞ্জে ৩১ হাজার মিটার জাল আটক 

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৫৩, ২৪ অক্টোবর ২০২০

বাগেরহাটের মোরেলগঞ্জ পানগুছি ও বলেশ্বর নদীতে অভিযান চালিয়ে ৩১ হাজার মিটার অবৈধ জাল আটক করেছে বাংলাদেশ নৌ বাহিনীর একটি দল। 

দেশব্যাপি মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনীর এলসিইউপি-০১২ জাহাজটি শনিবার ভোর ৫টার দিকে বলেশ্বর ও পানগুছি নদীতে অভিযান চালিয়ে ৩০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ১ হাজার মিটার চরগড়া জাল আটক করে। বেলা ১টার দিকে এসব জাল মোরেলগঞ্জ ফেরিঘাট এলাকায় প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়। 

এ বিষয়ে বাগেরহাট জেলায় দায়িত্বপ্রাপ্ত নৌবাহিনীর-০১২ নং জাহাজটির ভারপ্রাপ্ত কর্মকর্তা চিফ পেটি অফিসার মো. বদিরুজ্জামান বলেন, ৩১ হাজার মিটার জাল নদী থেকে আটক করে পুড়িয়ে দেওয়া হয়েছে। যার স্থানীয় মূল্য প্রায় সাড়ে ৮ লাখ টাকা। মৎস্য সম্পদ রক্ষায় আগামী ৪ নভেম্বর পর্যন্ত নৌবাহিনীর অভিযান চলমান থাকবে। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি