ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

কিশোরগঞ্জে জমি নিয়ে বিরোধে একজনকে কুপিয়ে হত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২২, ২৪ অক্টোবর ২০২০

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে হাজী শামসুদ্দিন (৫০) নামক একজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।

শনিবার (২৪ অক্টোবর) সকাল ৯টার দিকে কটিদয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের শিমুহানেহারদিয়া গ্রামে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে।

নিহত হাজী শামসুদ্দিন কটিদয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের শিমুহানেহারদিয়া গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে। এ সময় প্রতিপক্ষের হামলায় শামসুদ্দিনের নাতী মুক্তাসহ ৫জন আহত হয় তারা কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতের ভাতিজা এমদাদুল হক জানায়, তাদের পরিবারে সাথে দীর্ঘ দিন ধরে একই গ্রামের আবু বাক্কারের জমি নিয়ে বিরোধ ছিল। আজ শনিবার সকালে কছুম আলীর ছেলে আবু বাক্কার, চান্দু মিয়ার তিন ছেলে আবদুল আওয়াল, ইদ্রিস মিয়া, জালাল মিয়া এবং আবদুল হাইয়ের তিন ছেলে নজুরুল ইসলাম, নূর মোহাম্মদ আসাদ মিয়া, আবদুল আজিজের ছেলে মুর্শিদ মিয়া ও মুর্শিদ মিয়ার ছেলে আবদুল হাকিম, তমিজ উদ্দিনের ছেলে সাদেক মিয়া তাদের বাড়িতে পূর্ব পরিকল্পিতভাবে হামলা করে চাচা শামসুদ্দিনকে বাড়ি তুলে নিয়ে পাশ্ববর্তী ডা. সালামের বাড়িতে নিয়ে তার উপর হামলা চালায়।

এ সময় হামলাকারীদের দায়ের কোপ ও লাঠির আঘাতে শামসুদ্দিন গুরুতর জখম হয়।

এ সময় শামসুদ্দিনের নাতী মুক্তাকেও পিটিয়ে আহত করে হামলাকারীরা। গুরুতর আহত শামসুদ্দিনকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

কটিয়াদী মডেল থানার ওসি এমএ জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

টিআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি