ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ায় ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৩০, ২৪ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মাদক ও টাকাসহ মো. পিন্টু মিয়া-(১৯) ও মো. হোসনে মোবারক সবুজ-(২৭) নামে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। শুক্রবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার গোলচত্বর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
 
গ্রেফতারকৃত পিন্টু মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মনকসাইর গ্রামের মতি মিয়ার ছেলে এবং হোসনে মোবারক সবুজ কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার কামাল্লা গ্রামের ফারুক আহম্মেদের ছেলে।
 
শনিবার বিকেলে র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়েরের নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল আশুগঞ্জ গোলচত্বর যাত্রী ছাউনীর সামনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন। পরে তাদের কাছ থেকে ৩০ বোতল ফেন্সিডিল, মাদক বিক্রির নগদ আড়াই হাজার টাকা উদ্ধার করা হয়। এ ব্যাপারে আশুগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি