ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

যশোরের শার্শায় আইনগত সহায়তা প্রদানে সভা

বেনাপোল (যশোর) প্রতিনিধি: 

প্রকাশিত : ১৮:৫৫, ২৪ অক্টোবর ২০২০

যশোরের শার্শা উপজেলা পরিষদ মিলনায়তনে শনিবার সকালে আন্তর্জাতিক দাতা সংস্থা ইউএসএআইডি ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর আর্থিক সহযোগিতায় এবং রুপান্তরের আয়োজনে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কমিটির সদস্যদের আইনগত সহায়তা প্রদান বিষয়ক অর্ধ-বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম মজ্ঞুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব ও সিনিয়র সহকারী জজ আহসান হাবীর। 

আলোচনায় অংশ নেন সহকারী কমিশনার (ভুমি) রাসনা শারমিন মিথি, প্রকল্প সমন্ময়কারী রবিউল ইসলাম ও উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীসহ লিগ্যাল এইড এর বিভিন্ন ইউনিটের সদস্যরা। সভায় বক্তারা তৃণমূল পর্যায়ে আইনী সহায়তা প্রদানে সকলকে সচেতন করার আহবান জানান। 

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি