ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

মৌলভীবাজারে চা শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

মৌলভীবাজার প্রতিনিধি 

প্রকাশিত : ২২:১৪, ২৪ অক্টোবর ২০২০

সুবিধা বঞ্চিত মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার দলই চা বাগানের চা শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। 
শনিবার বিকেলে স্বপ্ন গড়ি ফাউন্ডেশনের উদ্যোগে কমলগঞ্জ উপজেলার দলই চা বাগানের ৫৮৫টি পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন,আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল।
 
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, সুবিধাবঞ্চিত পরিবারের চোখের জল মুছতে আওয়ামী লীগ সব সময় পাশে আছে। যে কোন সহযোগিতায় আওয়ামী লীগ সরকার চা বাগান শ্রমিকদের পাশে থাকার আশ্বাস দেন তিনি।

এসময় আরও বক্তব্য রাখেন, কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ এস এম আজাদুর রহমান, উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান প্রমুখ।
কেআই// 
 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি