ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বেনাপোলে দুই পাচারকারী আটক

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত : ০৮:১৪, ২৫ অক্টোবর ২০২০

ভারত থেকে পাচার করে আনা ১৪টি মোবাইল ফোনসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ সময় চোরাচালানী কাজে ব্যবহৃত একটি প্লাটিনা মোটরসাইকেলও জব্দ করা হয়। 

শনিবার (২৪ অক্টোবর) বিকালে বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া গ্রাম থেকে তাদের  আটক করা হয়। 

আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের তারেক হোসেনের ছেলে তাজমুল হোসেন (২৪) ও একই গ্রামের আফসার আলীর ছেলে নুরনবী (২৪)।

বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার আশরাফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, পাচারকারীরা মোটর সাইকেলে করে ভারতীয় চোরাই মোবাইলের একটি চালান নিয়ে পুটখালী গাতিপাড়া হয়ে বেনাপোলের দিকে যাচ্ছে। এমন খবরে গাতিপাড়া পাকা রাস্তার উপর থেকে অভিযান চালিয়ে চারটি শাওমি রেডমি, তিনটি রিয়েলমি, চারটি ভিভো ও তিনটি অপ্পো মোবাইলসহ তাদেরকে আটক করা হয়। এ সময় চোরাচালানী কাজে ব্যবহৃত একটি প্লাটিনা মোটরসাইকেল জব্দ করা হয়। 

আটককৃত মোবাইলের বাজার মূল্য ২ লাখ ১০ হাজার টাকা বলে জানায় বিজিবি। আটক মোবাইল ও মোটরসাইকেলসহ আসামিদের বিরুদ্ধে চোরাচালানী মামলা দিয়ে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। 

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি