ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নিষেধাজ্ঞার মধ্যে ইলিশ ধরায় ২৫ জেলের কারাদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩৫, ২৫ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের বেলকুচিতে যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ২৫ জেলেকে ১২ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। 

রোববার (২৫ অক্টোবর) সকালে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নেতৃত্বে চলমান ভ্রাম্যমাণ আদালত এই দণ্ডাদেশ প্রদান করেন। উক্ত আসামীদের সিরাজগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

অভিযান পরিচালনাকারী ইউএনও আনিসুর রহমান জানান, শনিবার রাতভর বেলকুচি উপজেলার যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালিত হয়। এ সময় কারেন্ট জাল দিয়ে ইলিশ মাছ ধরার অপরাধে ২৫ জনকে আটক, ৬০ হাজার মিটার কারেন্ট জাল ও ২০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। 

পরে ভ্রাম্যমাণ আদালতে ২৫ জনকে ১২ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস এবং জব্দকৃত মাছগুলো স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।
এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি