ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

নারী ও শিশুর প্রতি সহিংসতারোধে নড়াইলে সাইকেল র‌্যালি

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ১৯:১৭, ২৫ অক্টোবর ২০২০

নারী ও শিশুর প্রতি সহিংসতারোধে নড়াইলে সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা আরআরএফ এর আয়োজনে রোববার (২৫ অক্টোবর) দুপুরে নড়াইল সদরের মালিয়াট এবং গুয়াখেলা এলাকায় এ সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়।
 

অনুষ্ঠানে ১০০ জন কিশোর-কিশোরী অংশগ্রহণ করে। গ্রামীণ সড়ক দিয়ে সাইকেল চালিয়ে নারী ও শিশুর প্রতি সহিংসতারোধে বিভিন্ন স্লোগান দেয় তারা। এছাড়া প্লাকার্ডে নারী ও শিশু নির্যাতন বিরোধী বিভিন্ন সচেতনতামূলক লেখা প্রদর্শন করে কিশোর-কিশোরীরা।  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আরআরএফ সংস্থার কৈশোর কর্মসূচির নড়াইলের প্রোগ্রাম অফিসার সাবিনা ইয়াসমিন বীনা ও প্রবীর দত্ত। 
কেআই// 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি