ঢাকা, সোমবার   ১০ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

লোহাগাড়ায় ৬৭টি পূজা মণ্ডপে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান প্রদান 

লোহাগাড়া সংবাদদাতা

প্রকাশিত : ১৯:৫৬, ২৫ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লোহাগাড়া উপজেলার ৬৭টি পূজা মণ্ডপে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। 

বাংলাদেশ আওয়ামী লীগ দপ্তর সম্পাদক ও মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার উদ্যোগে এই অনুদান প্রদান করা হয়। ২৫ অক্টোবর বিকাল ৩টায় লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উক্ত অনুদান দেওয়া হয়। 

উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য বাবু সুজিত পালের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়ুয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শ্রী নিবাস দাস সাগর, কেন্দ্রীয় যুবলীগ নেতা রিটু দাশ বাবলু, উপজেলা যুবলীগের সাবেক যুগ্নআহবায়ক শহিদুল কবীর সেলিম, হিন্দু-বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি বাবু গোপাল বড়ুয়া, বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিটন বড়ুয়া রোনা। 

উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক রিদওয়ানুল হক সুজন, সেচ্ছাসেবক লীগ নেতা হুমায়ূন কবীর, যুবলীগ নেতা ইকবাল বাহাদূর, যুবলীগ নেতা ফরিদ, যুবলীগ নেতা ইকবাল হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা মাসুম, ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম, এরশাদুর রহমান রিয়াদ, বার আউলিয়া কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি আমানুল হক, সাংগঠিক সম্পাদক রাকিবুল ইসলাম, জামশেদ চৌধুরীসহ প্রমূখ নেতৃবৃন্দ। 

লোহাগাড়া উপজেলার নয় ইউনিয়নের ৬৭টি পূজামণ্ডপের সভাপতি-সাধারণ সম্পাদকের হাতে উক্ত অনুদান হস্তান্তর করা হয়।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি