ঢাকা, শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪

নওগাঁয় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সরকারি চাল বিতরণ

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ২৩:৪৩, ২৫ অক্টোবর ২০২০

নওগাঁর ১১টি উপজেলায় ৭৪৮টি মণ্ডপে সকল স্বাস্থ্যবিধি মেনে উৎসব মূখর পরিবেশে পালন হচ্ছে শারদীয় দুর্গোৎসব। ২২ অক্টোবর মহাষষ্ঠীতে বোধনের মধ্যে দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ৫ দিনের এই দূর্গাপূজা শুরু হয়েছে।এসব মণ্ডপে যেন উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দুর্গা পূজা পালন হয় সেই লক্ষে সরকারের পক্ষ থেকে প্রতিটি মণ্ডপে ৫'শ কেজি করে মোট ৩৭৪ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে।

একইসাথে শান্তিপূর্ণ উৎসব পালনে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তামূলক ব্যবস্থা। তবে এবার পূজায় সেই জৌলুস নেই। গত বছর প্রতিটি মণ্ডপে ছিল উপচে পড়া ভীড়। 

পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম জানিয়েছেন, এবছর জেলার ১১টি উপজেলায় মোট ৭৪৮টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে নওগাঁ পৌরসভাসহ সদর উপজেলায় ১১২টি রানীনগর উপজেলায় ৪৮টি, আত্রাই উপজেলায় ৪৭টি, মান্দা উপজেলায় ১০৬টি, মহাদেবপুর উপজেলায় ১৪৮টি, বদলগাছি উপজেলায় ৯২টি, পত্নীতলা উপজেলায় ৭৬টি, ধামইরহাট উপজেলায় ২৭টি, পোরশা উপজেলায় ১৮টি, সাপাহার উপজেলায় ১৭টি এবং নিয়ামতপুর উপজেলায় ৫৭টি। এসব মণ্ডপে দুর্গাপূজা সার্বজনীন এবং নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের উদ্যোগে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ১০০ পুলিশ সদস্য সমন্বয়ে টহল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি ইউনিয়নে একটি করে ভ্রাম্যমান দল সার্বক্ষণিক টহল অব্যাহত রয়েছে। এ ছাড়াও প্রতিটি মন্ডপে আনসার ভিডিপি’র সদস্যরা কর্তব্য পালন করছে। 

জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশীদ বলেছেন জেলার সবগুলো পূজা মন্ডপে সরকারী ভাবে সহযোগিতার অংশ হিসেবে মোট ৩৭৪ মেট্রিকটন চাল বরাদ্দ দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারদের মাধ্যমে প্রতিটি পূজামণ্ডপ ৫'শ কেজি করে এই চাল বিতরণ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। উপজেলা ভিত্তিক মণ্ডপে চাল বিতরণের পরিমাণ হচ্ছে নিয়ামতপুর উপজেলায় ৫৭টি মণ্ডপে ২৮ দশমিক ৫০০ মেট্রিকটন, সাপাহার উপজেলায় ৮টি মণ্ডপে ৮ দশমিক ৫০০ মেট্রিক টন, পোরশা উপজেলায় ১৮টি মণ্ডপে ৯ মেট্রিক টন, ধামইরহাট উপজেলায় ২৭টি মণ্ডপে ১৩ দশমিক ৫০০ মেট্রিক টন, পত্নীতলা উপজেলায় ৭৬টি মণ্ডপে ৩৮ মেট্রিক টন, বদলগাছি উপজেলায় ৯২টি মণ্ডপে ৪৬ মেট্রিক টন, মহাদেবপুর উপজেলায় ১৪৮টি মণ্ডপে ৭৪ মেট্রিক টন, মান্দা উপজেলায় ১০৬টি মণ্ডপে ৫৩ মেট্রিক টন, নওগাঁ সদর উপজেলায় ১১২টি মণ্ডপে ৫৬ মেট্রিক টন, আত্রাই উপজেলায় ৪৭টি মণ্ডপে ২৩ দশমিক ৫০০ মেট্রিক টন এবং রানীননগর উপজেলায় ৪৮টি মণ্ডপের অনকুলে ২৪ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। 
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি