ঢাকা, সোমবার   ৩১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাবা গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০০:০৩, ২৬ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় নিজের কিশোরী মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. আনোয়োর (৩৬) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। 

রোববার সকালে শিশুটি রূপগঞ্জ থানায় গিয়ে মামলা করলে পুলিশ দুপুরে অভিযুক্ত পিতা মো. আনোয়ারকে তার নিজ বাসা থেকে গ্রেফতার করে। গ্রেফতার হওয়া আনোয়ার রূপগঞ্জের আধলা এলাকার মৃত কদম আলীর ছেলে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মাহমুদুল হাসান জানান, রোববার দিবাগত রাতে আধলা এলাকার মো. আনোয়ার হোসেন তার ১৩ বছরের মেয়েকে বাড়ী পাশে আখ ক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এঘটনায় রোববার সকালে কিশোরী নিজে তার পিতাকে আসামী করে মামলা দায়ের করে। পরে পুলিশ গিয়ে আনোয়ারকে তার নিজ বাসা থেকে গ্রেফতার করে।
কেআই// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি