ঢাকা, মঙ্গলবার   ২৮ জানুয়ারি ২০২৫

নওগাঁয় একদিনেই ৬১ মাদকসেবী আটক 

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১১:৫৬, ২৬ অক্টোবর ২০২০

নওগাঁ সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চার জুয়াড়িসহ ৬১ জন মাদকসেবীকে আটক করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে সাড়ে ৭ লিটার দেশিয় মদ ও ১১৫ গ্রাম গাঁজা এবং নগদ ২ হাজার ৩০০ টাকা ও দুই সেট তাস উদ্ধার করেছে। 

র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদের নেতৃতে গত ২৪ ঘণ্টায় নওগাঁর সদর উপজেলার বোয়ালিয়া বাইপাস, তুলশীগঙ্গা ব্রীজ ও কেডিস্কুল মাঠ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

আটককৃতদের আজ সোমবার সকালে সদর মডেল থানায় সোর্পদ করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এবং প্রকাশ্যে জুয়া আইনে পৃথক দুটি মামলা দায়ের করে র‌্যাব। দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে আসামিদের জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আসামিরা হলো, নওগাঁ সদর উপজেলার পার-নওগাঁর বাসিন্দা মামুন (৪০), মিলন (৪০), এরশাদ (২৮), হঠাৎপাড়ার নরেশ ওরফে রবিদাস (৫৮), উকিলপাড়ার জামাল চৌধুরী তুষার (৫৮), কালীতলার এমরান হোসেন রাসেল (৩০), ভবানীপুরের বকুল হোসেন (৬৪), আব্দুর রাজ্জাক (৫০), আরজী-নওগাঁর মাহমুদুর রহমান (৫০), গোলাম মোস্তফা (৪০), সাদেক মাহমুদ সম্রাট (২৮), চকতাতারু গ্রামের কালাম হোসেন (৩০), মধ্যদুর্গাপুরের রিপন আলী (৪০), কালিতলার গোপাল মহন্ত (২৫), বোয়ালিয়ার রাজন শেখ (২৫), রবিউল ইসলাম (১৯), আরিফ হোসেন (১৯), ধামকুড়ির আতোয়ার রহমান (৬২), পার-বোয়ালিয়ার নয়ন ইসলাম (২৫), মো. শাহীন (২২), কালাম হোসেন (২৫), পাড়ঘাটির সাজু (১৯), ইকরতারার শামীম (২৭), সাজেদুল ইসলাম (২৭), আজিজুল হক, বরুনকান্দি সরদারপাড়ার রিপন শেখ (২৫),  সাগর হোসেন (২৭), চকমুক্তার গ্রামের আলামিন সরদার (৩০), মান্দা উপজেলার বদ্দপুর গ্রামের আবু বকর সিদ্দিক (৩৮),আলমগীর হোসেন (৩৩), যশোপাড়ার সোহেল তানবীর (২৫), প্রসাদপুরের উত্তম কুমার (৩২), বদলগাছী উপজেলার ভাতশাইল গ্রামের শহিদুল ইসলাম (৫৫)।

এছাড়া হযরতপুরের সুজন কুমার চক্রবর্তী (৪৪), আত্রাই উপজেলার বান্দাইখাড়ার সোহরাব হোসেন টুকু (৫০), ফতেপুর গ্রামের সুলতান মাহমুদ (২৩), রাজু আহম্মেদ (২০), আলামিন (২২), শাহীন আলম (২৪), রসুলপুরের জুলফিকার আলী (২০), মারিয়ার মান্নান সরদার (৩৭), হৃদয় খান (১৯),  রানীনগরের খট্টেস্বর গ্রামের কাঞ্চন কুমার শাহ (২৩), সাগর চন্দ্র মোহন্ত (১৯), শয়ন চন্দ্র মোহন্ত, ঘোষগ্রামের সুজা মন্ডল (২৩), বগুড়ার আদমদীঘি উপজেলার উপুরপৌতা গ্রামের রবিন হোসেন (৩২), তারাপুরের সুনজিত কুমার (৩৬), শিয়ালশনের মেহেরাব (১৯), সান্তাহার হাউজিং কলোনীর জাহাঙ্গীর আলম (২৯) নাঈম হাসান (২১), মাহফুজুর রহমান (২০), মো. সোহেল (২০), নিশাদ আহম্মেদ নহু (২২), মেহেদী হাসান রাসেল (২২), নাঈম উদ্দিন নাহিদ (৩০), লুকু পশ্চিম কলোণীর আব্দুস সালাম দীপ (৩৩) ও রাসেদুল ইসলাম রনি (৩২)। 

অপর ৪ জুয়াড়ির মধ্যে নওগাঁ সদর উপজেলার চকপ্রান গ্রামের আশিফ আদনান (২৫), কেডির মোড় এলাকার মোশফিকুর রহমান সাগর (২৮), উকিলপাড়া মহল্লার তানভির রেজা তানি (২৪) ও নিয়ামতপুর উপজেলার ছাতরা গ্রামের আবিদ হাসান (২৫)। 
এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি