ঢাকা, সোমবার   ৩০ ডিসেম্বর ২০২৪

সৌদিআরবে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১১, ১৪ মে ২০১৭ | আপডেট: ১৭:৩৭, ১৪ মে ২০১৭

সৌদিআরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ ৫ বাংলাদেশি নিহত হয়েছে। নিহত ৪ জনই ফেনীর বাসিন্দা। এদিকে একই পরিবারের চারজনের মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।
ফেনী শহরের বারাহিপুর এলাকার এই বাড়িটিতে নেমে এসেছে শোকের ছায়া। সড়ক দুর্ঘটনায় আপজনের মৃত্যুতে কাতর পুরো পরিবার।
এপ্রিলে সপরিবারে ওমরা হজ্ব করতে যান ব্যসায়ী আজিজুর রহমান। শনিবার ভোরে হজ্ব শেষে ফেরার পথে আরবের পূর্বাঞ্চলীয় শহর উম্মে জমজম এলাকায় তাদের বহনকারী প্রাইভেটকারটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলে নিহত হন আজিজুর রহমান, তার দুই সন্তান আরাফাত ও লুবাবা এবং গাড়ির চালক। গুরুতর আহত হন তার স্ত্রী মোরশেদা ও শাশুড়ি আকলিমা বেগম। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আকলিমা।
শনিবার রাতে তাদের মৃত্যুর খবর পেয়ে তা কিছুতেই মেনে নিতে পারছেন না স্বজনরা।
নিহতদের মৃতদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি