ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

চুয়াডাঙ্গায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

চুয়াডাঙ্গা প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:৪৩, ২৬ অক্টোবর ২০২০

‘খাদ্য নিরাপত্তা : বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার ’ এ শ্লোগানে চুয়াডাঙ্গায় তিনদিন ব্যাপী ৪১ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার বেলা ১০টায় ডিসি সাহিত্য মঞ্চে মেলার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।

জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম, পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ ইয়া খান ও সরকারি আদর্শ মহিলা কলেজের উপাধ্যক্ষ রেজাউল করিম উপস্থিত ছিলেন। ৪১ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে ২৮টি শিক্ষা প্রতিষ্ঠানের স্টল অংশগ্রহন করছে।

আলোচনা সভায় প্রধান অতিথি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন বলেন, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে যেসকল শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহন করছে তাঁরা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখবে ।  বর্তমান সরকার শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে সবসময়ই ভুমিকা পালন করে থাকে। ছাত্র-ছাত্রীরা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে দেশের উন্নয়নে অবদান রাখবে বলে আশা করছি।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি