ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গাজীপুরে জুতা তৈরির কারখানায় আগুন 

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১৯:৪৩, ২৬ অক্টোবর ২০২০ | আপডেট: ১৯:৪৫, ২৬ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

গাজীপুরের শ্রীপুর উপজেলার টেংরা বাজার এলাকায় রানার ফুটওয়্যার নামে একটি জুতা তৈরির কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট একঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। সোমবার বিকেল চারটার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া জানান, আজ বিকেলে টেংরা বাজার এলাকায় রানার ফুটওয়্যার নামে একটি জুতা তৈরির কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

চারটার দিকে প্রথমে গুদামে আগুন লাগে। পরে ওই আগুন পাশের নেমেলেশন ইউনিটে আগুন ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি