মা ইলিশ শিকারের দায়ে জেলের কারাদন্ড, কারেন্ট জাল জব্দ
প্রকাশিত : ২০:১৮, ২৬ অক্টোবর ২০২০
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ঝালকাঠির নলছিটির সুগন্ধা নদীতে মা ইলিশ শিকারের অপরাধে এক জেলেকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গত ২৪ ঘন্টায় অভিযান চালানো হয়। এসময় সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু মুছা সোমবার সকালে এ কারাদন্ড দেন। কারাদণ্ডপ্রাপ্ত জেলে আরিফ খান উপজেলার গৌরিপাশা (কাঠের পোল) গ্রামের সেলিম খানের ছেলে।
মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু মুছার নেতৃত্বে সুগন্ধা নদীতে অভিযান পরিচালনা করে এসময় ৮ হাজার মিটার কারেন্ট জাল ও ১০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। জব্দ করা মাছ স্থানীয় নান্দিকাঠি মাদ্রাসায় ছাত্রদের বিতরণ করা হয়েছে।
জব্দকৃত জালগুলো নলছিটি ফেরিঘাট এলাকায় জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়। অভিযানকালে নলছিটি উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা রমণি কান্ত মিস্ত্রি উপস্থিত ছিলেন।
কেআই//
আরও পড়ুন