ঢাকা, মঙ্গলবার   ২১ জানুয়ারি ২০২৫

নাটোরের লক্ষীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ২৩:১১, ২৬ অক্টোবর ২০২০

নাটোর সদর উপজেলার লক্ষীপুর পশ্চিমপাড়া এলাকায় পুকুরে ডুবে জিসান নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে বাড়ির পাশে একটি পুকুরে পড়ে যায় শিশুটি। নিহত জিসান ওই গ্রামের কৃষক মিজানের ছেলে। 

এলাকাবাসী জানায়, সোমবার দুপুর ২টার দিকে শিশু জিসান বাড়ির পাশের একটি পুকুরে পরে ডুবে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। এরপরে বেলা সাড়ে তিনটার দিকে ওই পুকুরে শিশুটির মৃতদেহ ভাসতে দেখে পরিবারের লোকজনকে খবর দেয় প্রতিবেশিরা।

শিশুটিকে উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নেয়া হলে শিশুটিকে মৃত ঘোষণা করেন। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের মাতম সৃষ্টি হয়েছে।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি